প্রায় প্রতিবছরই ঈদকে সামনে রেখে নতুন করে নড়েচড়ে বসেন বাংলা গানের শ্রোতারা। কেননা বছরের অন্য সময়ের তুলনায় এই সময়টাতেই নতুন অডিও অ্যালবাম প্রকাশিত হয় সবচেয়ে বেশি। মূলত ঈদের অডিও নিয়ে শ্রোতা পাঠকদের এই আগ্রহের কথা মাথায় রেখেই আনন্দ-বিনোদন এর নতুন বিভাগ ‘ঈদের প্রস্তুতি’ তে আজ থাকলো জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এর ঈদ প্রস্তুতির খবর।
একদিকে সময়ের সবচেয়ে জনপ্রিয় শিল্পীদের একজন। অন্যদিকে সদ্য আত্মপ্রকাশ করা অডিও প্রযোজনা প্রতিষ্ঠান বসুধা আর্ব এন্টারটেইনমেন্ট লিমিটেডের অন্যতম স্বত্বাধিকারী । সবমিলিয়ে শ্রোতাদের হাতে ভাল কিছু অ্যালবাম তুলে দেয়ার জন্য ঈদের বহুদিন আগ থেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন আসিফ আকবর। এবারের ঈদে আসিফ যে অ্যালবামগুলোতে কাজ করছেন তার মধ্যে প্রথমেই রয়েছে ডুয়েট অ্যালবাম ‘চাঁদের দেশের কন্যা’। এ অ্যালবামে আসিফের সাথে কাজ করছেন আরেক জনপ্রিয় শিল্পী ডলি সায়ন্তনি। আসিফ জানিয়েছেন, ‘চাঁদের দেশের কন্যা’ অ্যালবামটি মূলত সাজানো হয়েছে বেশ কিছু ‘ফাঙ্কি’ ও ‘কমেডি’ ধারার গান দিয়ে। এই অ্যালবামের সবগুলো গানের সুর করেছেন পল্লব স্যান্নাল। আর গানগুলোর কথা লিখেছেন রাজীব আহমেদ ও রবিউল ইসলাম জীবন।
এবারের ঈদে মুক্তি প্রত্যাশিত অ্যালবামগুলোর তালিকায় রয়েছে আসিফের নাম চূড়ান্ত না হওয়া একটি সলো অ্যালবামও। ইতোমধ্যে এই অ্যালবামের ১২টি গানের মধ্যে ২টি গানের কাজ চূড়ান্ত হয়েছে এবং বাকী কাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে। সলো অ্যালবামের জন্য যারা গান লিখেছেন তারা হলেন রাজীব আহমেদ, প্রদীপ সাহা এবং রবিউল ইসলাম জীবন। আর ডুয়েট অ্যালবামের মতো এই অ্যালবামের সুরকার হিসেবেও থাকছেন পল্লব স্যান্নাল। আসিফ জানিয়েছেন শ্রোতারা তাকে যে ধরনের গানের জন্য ভালোবাসে এই অ্যালবামেও সে ধরনের গানই থাকবে। তবে যে ১২টি গান থাকবে তার মধ্যে ২/৩টি গান একটু অফট্র্যাকের হবে বলেও আভাস দিয়েছেন আসিফ।
ঈদে আসিফের গাওয়া গান নিয়ে প্রকাশিত হবে একটি মিক্সড অ্যালবামও। নাম চূড়ান্ত না হওয়া এই মিক্সডে আসিফ আকবর এর পাশাপাশি আরো যাদের গান থাকবে তারা হলেন মমতাজ, বারী সিদ্দিকী, চন্দনা মজুমদার ও ফজলুর রহমান বাবু। মূলত নতুন ধারার বেশ কিছু ফোক গান নিয়েই তৈরি হচ্ছে পাঁচ শিল্পীর দশ গানের এই মিক্সড অ্যালবামটি।
অন্যদিকে বসুধা-আর্ব এন্টারটেইনমেন্ট লিমিটেডের ঈদ প্রস্তুতি সম্পর্কে জানাতে গিয়ে আসিফ বলেন, এবারের ঈদে সবমিলিয়ে এই প্রযোজনা প্রতিষ্ঠানের ২৫টির মতো অডিও অ্যালবাম বাজারে আসার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে থাকছে সুবীর নন্দী, আজম খান, দিলরুবা খান, মমতাজ, মুহিন, পলাশ, রাশেদ, মুন, শরীফউদ্দিনসহ বেশ কয়েকজন শিল্পীর সলো অ্যালবাম এবং পলাশ-মমতাজের একটি ডুয়েট অ্যালবাম। এছাড়া সম্ভাব্য অ্যালবামের তালিকায় থাকছে এন্ড্রু কিশোর, ইমন খান, আবিদা সুলতানাসহ আরো কয়েকটি সলো ও মিক্সড।
সূত্র: দৈনিক ইত্তেফাক, জুলাই ২৩, ২০০৯
ami asif ar vokto sokol asif voktodar amar pokhoo thakka salam suvassa
ame nejai asif ar music video korasi amar
name- md.farhad akbar asif mobile +8801721752223, +8801816042041
my address
“asif song club”
c/o farhad akbar (asif)
jadup pur road, ghat para
1no word
meherpur-7100
bangladesh
http://[email protected]
request for bengla gan