
ঈদুল আজহাকে সামনে রেখে এবারো বিভিন্ন অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান রিলিজ করছে বিভিন্ন শিল্পীদের সিডি-ভিসিডি। এসব সিডি-ভিসিডির মধ্যে রয়েছে একক ও মিক্সড অডিও অ্যালবাম, শিল্পীর সেরা গানগুলো নিয়ে বেস্ট অফ কালেকশন, একক ও মিক্সড মিউজিক ভিডিওর অ্যালবাম, নাটক, চলচ্চিত্রের ভিসিডি-ডিভিডি প্রভৃতি। বৃহস্পতিবার বিকালে এ রিপোর্ট তৈরি করা পর্যন্ত যে কয়টি অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তাদের ঈদের অডিও-ভিডিও অ্যালবাম রিলিজের নিউজ পাওয়া গেছে সেগুলোর ভিত্তিতে এ লেখাটি তৈরি করেছেন রেজাউর রহমান রিজভী
গানচিল
গানচিলের ব্যানারে ঈদে রিলিজ পাচ্ছে একক ও মিক্সড অ্যালবাম। এগুলোর মধ্যে থাকছে বারী সিদ্দিকীর একক অ্যালবাম ‘অন্তরজ্বালা’, ক্ষুদে গানরাজ ২০০৮-এর আশার প্রথম একক অ্যালবাম ‘উড়ালিয়া মন’, ক্ষুদে গানরাজ ২০০৮-এর সেরা দশের ‘ঈদ ধামাকা’, ক্ষুদে গানরাজ ২০০৮-এর উদয়ের ‘বেস্ট অফ উদয়’, ক্ষুদে গানরাজ ২০০৮-এর পড়শীর ‘বেস্ট অফ পড়শী’ ও ক্ষুদে গানরাজ ২০০৮-এর ঝুমার ‘ময়ূরপঙ্খী নাউ’ এর ভিসিডি। এগুলোর মধ্যে ক্ষুদে গানরাজ ২০০৮-এর আশার অ্যালবাম ‘উড়ালিয়ার মন’ রিলিজ পাবে কাল। অ্যালবামে গান থাকছে ১০টি। গানের সুর ও সঙ্গীত করেছেন সুমন কল্যাণ।
লেজার ভিশন
লেজার ভিশনের ব্যানারে ঈদে নতুন কিছু অডিও অ্যালবাম, নাটক, চলচ্চিত্রের ভিসিডি ও ডিভিডি আসবে। এর মধ্যে উল্লেখযোগ্য অ্যালবামগুলো হলো- শিরিনের দ্বিতীয় একক অডিও অ্যালবাম ‘মাতওয়ালী’। অ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেছেন ফুয়াদ। ফোক ফিউশন ধাঁচের অ্যালবামাটিতে মোট নয়টি গান রয়েছে। পঞ্চম-এর সুর ও সঙ্গীত পরিচালনায় লন্ডন প্রবাসী শিল্পী সাফকাতের অডিও অ্যালবাম ‘আকাশের বুকে’। মেলোডি ধাঁচের অ্যালবামটিতে গান রয়েছে আটটি এবং একটি ইন্সট্রুমেন্টাল। বারী সিদ্দিকী ফিচারিং লন্ডন প্রবাসী শিল্পী পরশ মনির অডিও অ্যালবাম ‘দুই দুয়ারী মন’। ফোক, মেলোডি ধাঁচের অ্যালবামটিতে গান রয়েছে ১২টি। আরফিন রুমির ফিচারিং শুভ’র অডিও অ্যালবাম ‘সাদামাটা’। ফোক, মেলোডি, ফিউশন ধাঁচের অ্যালবামটিতে গান থাকবে নয়টি। দুরবিন ব্যান্ডের ভোকালিস্ট শুভ’র এটি প্রথম একক অ্যালবাম। এছাড়াও আরো আসবে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত সুপার হিট চলচ্চিত্র ‘মনপুরা’র ভিসিডি ও ডিভিডি। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শুভ বিবাহ’ চলচ্চিত্রের ভিসিডি ডিভিডি। লেজার ভিশন প্রযোজিত হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘প্রিয়তমেষু’ ছবির ভিসিডি ও ডিভিডি।
সাউন্ডটেক
সাউন্ডটেকের ব্যানারে ঈদে একক ও মিক্সড অডিও অ্যালবাম ও মিউজিক ভিডিও’র ভিসিডি রিলিজ পাচ্ছে। একক অ্যালবামগুলোর মধ্যে থাকছে শিল্পী ফেরদৌসী রহমানের ‘মনে রেখো মোর গান’, ডলি সায়ন্তনির ‘রঙের দুনিয়া’, তারেকের ‘মধ্য রাতের বাঁশি’, শিল্পী সোমার ‘সুরের দোলা’, মৌসুমীর ‘যাদু জানে’, ডিজে মৌয়ের ‘অধ্যায়’, কালা মিয়ার ‘বড় লজ্জা পাইমু’ প্রভৃতি। এগুলোর মধ্যে ডলি সায়ন্তনির ‘রঙের দুনিয়া’ অ্যালবামটি শাহ আবদুল করিমের গান নিয়ে সাজানো হয়েছে। এছাড়া ফকির শাহাবুদ্দিন ও রুবী দাসের মিক্সড অ্যালবাম থাকছে ঈদের আয়োজনে। আর ভিডিসির মধ্যে থাকছে বিভিন্ন শিল্পীর গানের মিউজিক ভিডিও। এগুলোর মধ্যে থাকছে আসিফের ‘তুমি সুখী হও’,আসিফ ও সোনিয়ার ‘মন পবনের নাও’, মিক্সড অ্যালবাম ‘আইলানা বন্ধু’, মনির খানের ‘বড় একা আজ আমি’, আতিকের ‘হৃদয়ের মাঝে রেখো’, আতিক ও সনু নিগমের ‘সুখে থেকো ভালো থেকো’ প্রভৃতি।
জি-সিরিজ ও অগ্নিবীণা
মিলন মাহমুদের চতুর্থ অ্যালবাম ‘গোপনে’ প্রকাশিত হচ্ছে এবারের ঈদুল আজহায়। অগ্নিবীণার ব্যানারে থেকে প্রকাশিত হওয়া এ অ্যালবামে যথারীতি সব গানের কথা ও সুর দিয়েছেন মিলন মাহমুদ নিজে। আর সুর ও সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। অগ্নিবীণার ব্যানারে প্রকাশিত হচ্ছে উম্মে হানির দ্বিতীয় একক অ্যালবাম ‘হানি’। পপ ঘরানার এ অ্যালবামটির সুর ও সঙ্গীতা করেছেন এফ এ সুমন। ১০টি গানের মধ্যে সাতটি গান লিখেছেন ইবু, দুটি গান লিখেছেন আর ডি রাশেদ ও একটি গান লিখেছেন এফ এ সুমন। লন্ডন প্রবাসী বাঙালি গায়িকা সুজানা আনসারের প্রথম একক অ্যালবাম ‘সুজানা উইথ খানসার’ ঈদুল আজহা উপলক্ষে প্রকাশিত হয়েছে অগ্নিবীণার ব্যানারে। সুজানার ভাই সায়ীদ আনসার ও তার লন্ডন প্রবাসী পাকিস্তানি বন্ধু ইমরান খানের মিলিত প্রোজেক্টেই অ্যালবামের গানগুলো তৈরি। তাই ইমরান খান ও সায়ীদ আনসারের মিশ্রণে খানসারের সঙ্গে সুজানা বলেই অ্যালবামের এ রকম নামকরণ, জানালেন সুজানা। সায়ীদ ও ইমরান ছাড়াও এ অ্যালবামে তবলচি হিসেবে কাজ করেছেন ইয়ামিন চৌধুরী। অগ্নিবীণার ব্যানারে একোরবানির ঈদে প্রকাশিত হল নাজু আখন্দের দ্বিতীয় অ্যালবাম ‘স্বপ্নকন্যা’। অ্যালবামের ১২ গানের গীতিকার হচ্ছেন শাহান কবন্ধ, রাজিব, দেলোয়ার আরজুদা শরফ, স্বপ্নীল, আহসান হাবীব আপন। ছয়টি গানেরই সুর করেছেন বাপ্পা মজুমদার, বাকি ছয়টি গানের সুর করেছেন এস পুলক ও রাজিব। অ্যালবামের সঙ্গীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার। ক্লোজআপ ওয়ান ২০০৮ খ্যাত গায়িকা শশীর প্রথম একক অ্যালবাম ‘যেও না’। অগ্নিবীণার ব্যানারে এবারের ঈদুল আজহায় প্রকাশিত হলো। অ্যালবামের ১০টি গানের গীতিকাররা হচ্ছেন- কিম্বল অভি, পোঙটা লিরিসিস্ট, জুয়েল, সাকী আহমেদ, রবিউল ইসলাম জীবন, টি আই অন্তর, মোস্তফা ও মনিয়া ইসলাম। সব গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন শব্দ প্রকৌশলী এবং ‘পূর্ণতা’ ও ‘বন্ধুতা’ অ্যালবাম খ্যাত সঙ্গীত পরিচালক জুয়েল মোর্শেদ (জ্যু)। ২০০৮ সালে প্রকাশিত হয়েছিল মিশ্র অ্যালবাম ‘দি হিট অ্যালবাম’। এরই ধারাবাহিকতায় এবারের ঈদুল আজহায় অগ্নিবীণার ব্যানারে প্রকাশিত হলো ‘দি হিট অ্যালবাম টু’। মিশ্র এ অ্যালবামে গান করেছেন বাপ্পা মজুমদার, সুমন, ফুয়াদ, মিলা, পুনম, কাজী, প্রিসিলা, তমাল, উপল, লিমন ও রাফা।
এটিএন মিউজিক
এটিএন মিউজিকের ব্যানারে ঈদে রিলিজ পাচ্ছে আইয়ুব বাচ্চুর সুর ও সঙ্গীতে ইভা রহমানের ‘একক মন ভেসে যায়’, তানভীর তারেকের কথায় সুবীর নন্দী, পার্থ বড়ুয়া, ফাহমিদা নবী এবং শহীদের মিক্সড অ্যালবাম ‘তোর খেয়ালে’, অনুপ জলোটা ও সমরজিতের ডুয়েট অ্যালবাম ‘যৌথ অচেনা’ একটা দিন প্রভৃতি।
ফাহিম মিউজিক
ফাহিম মিউজিকের ঈদ অ্যালবামের তালিকা এখনো চূড়ান্ত হয়নি। তবুও তাদের সম্ভাব্য ঈদ অ্যালবামের তালিকায় রয়েছে ব্যান্ডদল শূন্যের অ্যালবাম, ক্লোজআপ ওয়ানের বাঁধন, রাশেদ, মুহিনের এককসহ বেশকিছু অ্যালবাম।
সঙ্গীতা
সঙ্গীতার এবারের ঈদ আয়োজনে রয়েছে মিক্সড অ্যালবাম, মিউজিক ভিডিও’র অ্যালবাম, কৌতূকের ভিসিডি, ফোক অ্যালবাম প্রভৃতি। বারী সিদ্দিকী ও ফজলুর রহমান বাবুর ডুয়েট অ্যালবাম ‘চন্দ্রদেবী’, সঙ্গীতার টপ চার্ট মিউজিক ভিডিও ‘ভলিউম-১’, ‘ভলিউম-২’, হারুণ কিসিঞ্জারের কৌতূকের ভিসিডিসহ ফোক কিছু অ্যালবাম রিলিজ পাচ্ছে ঈদে।
সূত্র: যায়যায়দিন, নভেম্বর ২০, ২০০৯
Leave a Reply