রোববার পয়লা ফাল্গুন। ওই দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় আয়োজন করা হয়েছে বসন্ত উৎ সবের। মাঝে কয়েক ঘণ্টা বিরতি দিয়ে এই উৎ সব চলবে রাত পর্যন্ত। একই দিন বিকেল চারটায় ধানমন্ডির রবীন্দ্রসরোবরের উন্মুক্ত মঞ্চেও আয়োজন করা হয়েছে উৎ সবের। এরই মধ্যে উৎ সবের প্রায় সবই চূড়ান্ত করেছে জাতীয় বসন্ত উৎ সব উদ্যাপন পরিষদ।
এই পরিষদের যুগ্ম সচিব মানজারুল ইসলাম চৌধুরী জানান, রোববার সকাল সাড়ে সাতটায় চারুকলার বকুলতলায় শুক্লা সরকারের পরিচালনায় ধ্রুপদ কলা কেন্দ্রের শাস্ত্রীয় নৃত্যের মধ্য দিয়ে উৎ সবের সূচনা হবে। থাকবে একক ও দলীয় নাচ, গান, বসন্তকথন পর্ব, ঘোষণাপাঠ, প্রীতিবন্ধনী; এবং বসন্তের বিশেষ শুভেচ্ছা কার্ডও বিনিময় হবে। সকালের পর্ব শেষ হবে বসন্ত শোভাযাত্রার মধ্য দিয়ে। বিকেলে অনুষ্ঠান শুরু হবে চারটায়। এই অংশের মূল আকর্ষণ নাচ আর গান। থাকবে আবৃত্তিও। মানিকগঞ্জের একটি সংগঠন পরিবেশন করবে নৃত্যনাট্য মহুয়ার পালা।
বিকেলে ধানমন্ডির রবীন্দ্রসরোবরের উন্মুক্ত মঞ্চেও থাকবে নাচ, গান, আবৃত্তি, বসন্তকথন পর্ব, ঘোষণাপাঠ, প্রীতিবন্ধনী এবং বসন্তবিশেষ শুভেচ্ছা কার্ড বিনিময়।
চারুকলা অনুষদের বকুলতলা এবং রবীন্দ্রসরোবর মঞ্চে ‘বসন্ত উৎ সব ১৪১৭’ আয়োজনের পৃষ্ঠপোষক মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।
পরদিন সোমবার ভালোবাসা দিবস। মানজারুল ইসলাম চৌধুরী আরও জানান, সোমবারও বসন্ত উৎ সবের অনুষ্ঠান অব্যাহত থাকবে।
ওই দিন বিকেল চারটায় রবীন্দ্রসরোবরের উন্মুক্ত মঞ্চে বসন্ত উৎ সব উদ্যাপন করবে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। ‘রাঙাও নিখিল ধরণি’ শিরোনামের এই আয়োজনে থাকবে নাচ, গান, আবৃত্তি, আলোচনা ও নৃত্যনাট্য মহুয়ার পালা।
ভালোবাসা দিবসে বসন্ত উৎ সব আয়োজন প্রসঙ্গে সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজারুল ইসলাম চৌধুরী বলেন, ‘পঞ্চকবির ভালোবাসার নৈবেদ্য দিয়ে আমরা এই অনুষ্ঠান সাজাচ্ছি। পাশাপাশি আরও থাকছে লোকগান এবং আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির নানা কিছু। আগামী বছরগুলোতেও ভালোবাসা দিবসে রবীন্দ্রসরোবরে বসন্ত উৎ সবের আয়োজন করবে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী।’
রবীন্দ্রসরোবরে দুই দিনের অনুষ্ঠানই সরাসরি সম্প্রচার করবে এনটিভি।
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ০৯, ২০১০
Leave a Reply