ভবঘুরের মত এক ষ্টেশন থেকে আরাক ষ্টেশন ঘুরতে ঘুরতেই জীবনের অর্ধেক সময় পার করে দিলাম। টিক রবি ঠাকুরের পরশ পাথরের ক্ষপার চরিত্রের মত আমারও অবস্হা । দেখতে দেখতে হটাৎ করেই বড় হয়ে গেলাম। যৌবনের হাত ছানিতে পাগলের মত ছুটলাম পৃথিবীর এপ্রান্ত থেকে অপর ফ্রান্তে, সাগরের সঙ্গে নদী যখন মিশে যায় তখন তার অস্তিত্ব হারিয়ে ফেলে সে, আস্তে আস্তে এগিয়ে যায় সে ইতিহাসের দ্বার প্রান্তে ঠিক একটি সত্য … [Read more...] about যাপিত জীবন ।
পথকলি বা টোকাই ।
ছিন্নমৃল শিশুর সংখ্যা দিন দিন বড়েই চলছে । বর্তমানে ছিন্নমৃল শিশুর সংখ্যা ২০ লাখের মত হবে । এ সকল শিশুর বয়স সীমা ৩-১৮ বছর পর্যন্ত ।এক জরিপের তথ্যে জানা গেছে। এসব শিশু অধিকাংশ এসেছে হত দরিদ্র এবং বাবা মায়ের বিচ্ছেদের কারনে ভেঙ্গে যাওয়া সংসার থেকে । এদের মধ্যে আবার কিছু শিশু আছে যারা সামান্য পরিমান অক্ষর জ্ঞান সম্পন্ন । পথে পথে অবহেলায় অনাদরে বেড়ে উঠা এ সকল শিশুর আশ্রায়হীনতা … [Read more...] about পথকলি বা টোকাই ।
জামাত শিবিরের ইসলামের নামে ভণ্ডামি ।
আজকাল দেখছি ব্লগে জামাত শিবির এবং স্বাধীনাতা বিরোধীদের নিয়ে বেশ লেখালেখী হচ্ছে ।যার যার মত করে প্রকাশ করছে স্বাধীন ভাবে তাদের মতামত। জামাত শিবির আসলে কোন ইসলামি দল নয়। জামাত শিবির হচ্ছে , ইসলাম বিরোধী, ক্ষমতালেপ্সু,সন্ত্রাসি ফ্যাসিবাদি একটি সংগঠন। যদের প্রধান কাজ হচ্ছে ইসলামের নামে সাধারণ মানুষকে ধোকা দিয়ে রাষ্ট্রিয় ক্ষমতা দখল করা। জামাত শিবিরের কায্যক্রম পর্যালোচনা করলে … [Read more...] about জামাত শিবিরের ইসলামের নামে ভণ্ডামি ।
প্রাপক, মডারেটর ।
প্রিয় মোডারেটর অনেক দিন যাবত আমি এই ব্লগে ব্লগিং করার চেষ্টা করছি ইতিমধ্যে দু একটি পোষ্ট ও দিয়েছি কিন্তু এখন পর্যন্ত আমি ভাল মত খিছুই বুঝে উঠতে পারি নাই । মাঝে মাঝে কমেন্টেস করতে যেয়ে দেখি কমেন্টেস করতে পারছি না । আমার পোষ্টে কেউ কমেন্টেস করেছে কি না তাও বুঝতে পারি না । কেন এমন হচ্ছে বিস্তারিত বাবে জানালে কৃতজ্ঞ থাকবো । ধন্যবাদ । … [Read more...] about প্রাপক, মডারেটর ।
kno bangla hai na
ami kno ar bangla likta persena kaho aktoo daha kora janaben. thank you very mach . … [Read more...] about kno bangla hai na